Tuesday, May 23, 2017

Microsoft word এর Edit Menu সম্পর্কে জেনে নিন।




Edit Menu
মাইক্রোসফট ওয়ার্ড এর দ্বিতীয় মেনু হচ্ছে Edit । এই মেনুর মাধ্যমে ডকুমেন্টকে সম্পাদনা করে ডকুমেন্টের ভুলভ্রান্তি শুদ্ধ করে সঠিক শব্দটি ব্যবহারের নিয়ম কানুন জানা যায়। ডকুমেন্টের সর্বশেষ পরিবর্তিত অবস্থাকে পূবের ন্যায় প্রদর্শন  করানো যায়। ডকুমেন্টের লেখা একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা, প্রতিলিপি স্থানান্তর করা, প্রয়োজনীয় তথ্য খুজে বের করা , সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়। ডকুমেন্টের নির্দিষ্ট কোন অংশের উপর Edit  মেনুর কোন কমান্ড প্রয়োগের পূর্বে উক্ত অংশটি প্রথমে অবশ্যই সিলেক্ট করতে হবে। 


Redo & Undo
How to Redo your Recently Undo Text?
Undo এর মাধ্যমে কোন কমান্ডের কার্যকারিতা বাদ দেওয়ার পর পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে (অথাতUndo যে কাজটি করের তার হুবহু বিপরীত কাজ করে Redo) Edit মেনুতে ক্লিক করে Redo অপশনে ক্লিক করলে এই মূহুর্তে Undo এর মাধ্যমে যে কাজ করেছেন তার বিপরীত কাজ হবে। 



Cut
How to Cut and Move Your Text?
ডকুমেন্টের কোন লেখা মুছে একস্থান থেকে অন্যস্থানে প্রতিস্থাপন করতে চাইলে যে লেখা একস্থান থেকে অন্যস্থানে Move করতে চান তা বক বা সিলেক্ট করে Edit মেনুতে ক্লিক করে Cut অপশনে ক্লিক করলে সিলেক্ট করা অংশটুকু মুছে যাবে। এখন যে স্থানে Move ( স্থানান্তর ) করে নেয়া হবে কার্সার সে স্থানে রেখে পুনরায় Edit মেনুতে ক্লিক করে Paste অপশনে ক্লিক করলে করা অংশটুকু কাসার রক্ষিত স্থানে প্রতিস্থাপিত হবে। 




Copy and Paste
How to Copy and Paste ?
ডকুমেন্টের কোন লেখাকে হুবহু একস্থান থেকে অন্যস্থানে Copy করে লিখতে চাইলে, যে অংশ Copy করা হবে তা ব্লক বা সিলেক্ট করে Edit মেনুতে ক্লিক করে Copy অপশনে ক্লিক করতে হবে। তারপর যে স্থানে Copy করের নেয়া হবে কাসার সে স্থানে রেখে পুনরায় Edit মেনুতে ক্লিক করে Paste অপশনে ক্লিক করতে হবে । তাহলে কাসার রক্ষিত স্থানে কপি কর অংশটুকু হুবহু প্রতিস্থাপিত হবে। এই ভাবে একবার কপি কমান্ড দেয়ার পর যতবার ইচ্ছা paste করা যায়। 



Paste special
How to Create Past Special ?
মনে করি আপনি যে ডকুমেন্টে কাজ করছেন সে ডকুমেন্ট থেকে কাট, কপির মাধ্যমে ছবি, গ্রাফ, ইকুয়েশন ইত্যাদি মুছে ফেলেছেন । এই মুছে ফেলা তথ্য সমূহ থেকে বিশেষভবে অর্থাত শুধু ছবি কিংবা শুধু লেখা ডকুমেন্টের যে কোন স্থানে পেষ্ঠ করতে চান তাহলে Edit মেনুতে ক্লিক করে Paste Secial অপশনে ক্লিক করলে Paste Special ডায়ালগ বক্স আসবে । Paste রেডিও বাটন সিলেক্ট করে As: এর নীচের বক্স থেকে যে তথ্য Paste করতে চান তা নির্বাচন করে Ok বাটনে ক্লিক করলে আপনার কাংখিত তথ্য আপনার ডকুমেন্টে সংযোজন হবে। 




Paste As Hyperlink
How to Create Hyperlink Paste ?
চলমান ডকুমেন্টে যদি অন্য কোন প্যাকেজ প্রোগ্রামের কোন ফাইলে সাথে Hyperlink করা থাকে , তবে হাইপারলিংকের মাধ্যমে সেই প্যাকেজ প্রোগ্রামে সম্পাদিত যে কোন তথ্য কাট, কপি চলমান ডকুমেন্টে নিয়ে আসাকে Paste As Hyperlink বলে । যে প্রোগ্রামের সাথে Hyperlink করা আছে সেই আইকনে ক্লিক করুন । প্রোগ্রামটি চালু হলে যে তথ্য চলমান ডকুমেন্টে আনতে চান তা সিলেক্ট করে Hyperlink করা ডকুমেন্ট থেকে বের হয়ে ওয়ার্ড ডকুমেন্টে উক্ত এসে Edit মেনুতে ক্লিক করে Paste Hyperlink অপশনে ক্লিক করলে চলমান ডকুমেন্টে উক্ত লেখা সংযোজন হবে। 

 
Deleted
How to Undo Your Recently Deleted Text?
ডকুমেন্টের কোন অংশ ভুল মুছে দিলে বা কোন সংশোধন বা পরিবর্তন করার পর এটি বাদ দিতে চাইলে অর্থাত এই মূহুর্তে যে লেখাকে কাট, কপি , পেষ্ট বা টাইপ করা হয়েছে তার কার্যকারিতা বাদ দিতে চাইলে Edit মেনুতে ক্লিক করে Undo অপশনে ক্লিক করলে ইতি পূর্বে প্রয়োগকৃত কমান্ডটি বাতিল হয়ে আপনার ডকুমেন্টটি পূর্বের অবস্থায় ফিরে ।


Clear
How to Clear Text?
ডকুমেন্টের কোন অংশ, অংশবিশেষ বা সম্পূর্ণ অংশ মুছার প্রয়োজন হলে প্রয়োজনীয় অংশ ব্লক বা সিলেক্ট করে Edit মেনুতে ক্লিক করে Clear অপশনে ক্লিক করলে ব্লক করা সম্পূর্ণ ডকুমেন্ট মুছে যাবে। প্রয়োজন Undo করে ফেরত আনা যাবে। 

Select
How to Select Particular Text ?
Mouse এর মাধ্যমে : ডকুমেন্টের কোন অংশ Mouse এর মাধ্যমে ব্লক বা সিলেক্ট করতে চাইলে ডকুমেন্টের যে অংশটি ব্লক বা সিলেক্ট করতে চান Mouse Insertion Pointer ডকুমেন্টের সে অংশের প্রথমে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে মাউস পয়েন্টারকে প্রয়োজনীয় অংশের শেষ Character টিতে নিয়ে মাউসের বাটন ছেড়ে দিলে ততটুকু ব্লক বা সিলেক্ট হবে।
Key Board  এর মাধ্যমে: ডকুমেন্টের কোন অংশ Key board এর মাধ্যমে ব্লক বা সিলেক্ট করতে চাইলে ডকুমেন্টের যে অংশটি ব্লক বা সিলেক্ট করতে চান Insertion Pointer ডকুমেন্টের সে অংশের প্রথমে নিয়ে Shift Key চেপে ধরে Arrow Key এর মাধ্যমে প্রয়োজনীয় অংশের শেষ Character টিতে নিয়ে Arrow Key ছেড়ে দিলে ততটুকু ব্লক বা সিলেক্ট হবে।
How to Select Full Document ?
বড় কোন ডকুমেন্টকে এক সাথে সিলেক্ট করে কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন হলে মাউস দিয়ে ক্লিক করে মুভ করায়ে অথবা কী –বোর্ডের সিফট চিপে ধরে এ্যারো – কী এর মাধ্যমে সিলেক্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই ডকুমেন্টের সমস্ত লেখা এক সাথে সিলেক্ট করতে চাইলে Edit মেনুতে ক্লিক করে Select All অপশনে ক্লিক করলে সম্পূর্ণ ডকুমেন্টে এক সাথে সিলেক্ট হবে। সিলেকশন বাতিল করতে চাইলে ডকুমেন্টের যে কোন জায়গায় মাউস দিয়ে ক্লিক করলে অথবা এ্যারো কী – প্রেস করলে ব্লক মুছে যাবে। 

Find
How to Find a Word?
বৃহত কোন ডকুমেন্টের মধ্যে কোন শব্দ দ্রুত খুজে পেতে চাইলে Edit মেনুতে ক্লিক করে Find অপশনে ক্লিক করলে পর্দায় Find and Replace ডায়ালগ বক্স আসবে । এখন ডকুমেন্টের যে শব্দটি খুজে পেতে চাই তা Find What বক্সে লিখে Find Next বাটনে ক্লিক করলে Cursorলিখিত শব্দের কাছে চলে যাবে। 


Replace
How to Replace a Word ?
ডকুমেন্টের কোন শব্দের পরিবর্তে যদি অন্য কোন শব্দ বসাতে চাই তখন Edit মেনুতে ক্লিক করে Replace অপশনে ক্লিক করলে পর্দায় Find and Replace ডায়ালগ বক্স আসবে । এখন ডকুমেন্টের যে শব্দটি পরিবর্তন করতে চাই তা Find what বক্সে লিখে যে শব্দটি দ্বারা পরিবর্তন করতে চাই সে শব্দটি Replace With: বক্সে লিখে প্রথমে Find Next বাটনে ক্লিক করলে Cursor লিখিত শব্দটি সিলেক্ট করে দেখাবে। Replace এ ক্লিক করলে প্রথম সিলেক্ট করা শব্দটি পরিবর্তন করবে এবং ডকুমেন্টে পরবর্তী আরো কোন একই শব্দ থাকলে সে শব্দটি সিলেক্ট করে দেখাবে । আর Replace All বাটনে ক্লিক করলে ডকুমেন্টে যত গুরি ঐ শব্দ আছে সবগুলো একসাথে পরিবর্তন করে দিবে এবং একটি মেসেজ দিবে। তখন Ok বাটনে ক্লিক করে Cancel বাটনে ক্লিক করলে পর্দা থেকে Find and Replace ডায়ালগ বক্সটি সরে যাবে। 


Go To
How to Go To specific Page ?
Edit মেনুস্থ এ অপশনটি নির্বাচন করে ডকুমেন্টের নির্দিষ্ট কোন পৃষ্ঠা , সেকশন, লাইন, বুকমার্ক , টীকা, পাদটীকা ইত্যাদিতে কাসার অত্যন্ত দ্রুতগমনাগমন করানো যায়। Edit মেনুতে ক্লিক করে GoTo অপশনে ক্লিক করলে পদায় Find and Replace ডায়ালগ বক্স আসবে। এখন Go To what: সিলেকশন বক্স থেকে যে বিষয়ে যাওয়া দরকার তা সিলেক্ট করে Enter Page Number: বক্সে পৃষ্ঠা নাম্বার লিখে Go to বাটনে ক্লিক করলে কার্সার উক্ত পৃষ্ঠায় চলে যাবে। পর্দা থেকে ডায়ালগ বক্সটি সরানোর জন্যে Cancel বাটনে ক্লিক করতে হবে। 


Monday, May 22, 2017

Microsoft word এর File Menu সম্পর্কে কিছু তথ্য জেনে নিন এবং শিখুন।




File Menu
মেনুবারের সর্বপ্রথম মেনু হচ্ছে File menu । এই মেনুটির মাধ্যমে কম্পিউটারে যে তথ্য উপাত্ত ইনপুট (টাইপ করা ) দেয়া হয় তা ভবিষ্যতে ব্যবহারের নিমিত্তে কম্পিউটারে (save ) সংরক্ষণ করা, (Save As ) সংরক্ষিত ফাইল পুনরায় ভিন্ন নামে সংরক্ষণ করা, (Open) সংরক্ষিত ফাইল পর্দায় বের করা , (Close ) পর্দায় দৃশ্যমান করা কোন ফাইল বন্ধ করা, কাগজে ছাপাতে চাইলে যে কাগজে প্রিন্ট করা হবে সে কাগজের পরিমাপ (Page Setup) নির্ধারণ  করা, (Print)প্রিন্ট করা, কোন ফাইলের সংক্ষিপ্ত প্রতিবেদন (Properties ) লেখা , সর্বোপরি চলমান  প্যাকেজ প্রোগ্রাম থেকে (Exit) বের হওয়ার জন্য File Menu খুবই  গুরুত্বপূর্ণ । আসুন File Menu এর প্রত্যেকটি কমান্ড সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন করি। 



New
How to Create a New Document in Ms. Word ?
Ms. Word  প্যাকেজ প্রোগ্রামে কাজ করার সময় চলমান  ডকুমেন্ট বন্ধ করার পর সেখানে আর কিছু লেখা  যায় না। তাই নতুন  কোন ডকুমেন্ট তৈরী করার প্রয়োজন  হয়। এ ক্ষেত্রে File Menu  তে ক্লিক করে New অপশনে ক্লিক করলে New  ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্স এর Blank Document এ ক্লিক করলে নতুন Editing Screen (লেখার পর্দা ) আসবে। এই নতুন Editing Screen এ পূর্বের মত যে কোন তথ্য টাইপ করা যাবে। 


Open
How to Open a file in Ms. Word ?
Microsoft word এ পূর্বে তৈরীকৃত ও কম্পিউটার  মেমোরীতে সংসক্ষণ করে রাখা কোন ফাইল Editing  Screen এ এনে তাতে পুনরায় লেখালেখির কাজ করতে চাইলে File Menu তে ক্লিক করে Open অপশনে ক্লিক করলে Open ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্স এর Look In লিষ্ট বক্সের নিচে পূর্বের তৈরীকৃত সকল ফাইলের সূচী দেখা যায় । সেখাস থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করে open বাটনে ক্লিক করলে আপনার নির্বাচিত ফাইলটি  Editing Screen – এ আসবে। 


Close
How to Close a File in Microsoft Word ?
Microsoft Word এ কাজ করার সময় চলমান ডকুমেন্ট বন্ধ করতে চাইলে File Menu তে ক্লিক করে Close অপশনে ক্লিক করলে ফাইলটি সবশেষ লেখালেখিৃর পর কম্পিউটারে Save ( সংরক্ষণ ) করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর সেইভ করা না থাকলে সেইভ করার জন্য Microsoft Word নামে একটি ছোট ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সে এই বার্তাটি প্রদশিত হবে Do yor want to save the changes you made to Document ? অর্থাত কম্পিউটার আপনার কাছে জানতে চাচ্ছে ফাইলটি সেইভ করবেন কিনা? সেইভ করতে চাইলে Yes বাটনে ক্লিক করে ফাইলটি সেইভ করে নিতে হবে । আর No বাটনে ক্লিক করলে ফাইলটি সেইভ না করে Close হয়ে যাবে। Cancel বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্সটি পর্দা সরে যাবে। 


Save
How to Save a File in Microsoft Word ?
মাইক্রোসফট ওয়ার্ড  এ প্রয়োজনীয় তথ্য টাইপ করার  পর তা ভবিষ্যতে ব্যবহারের নিমিত্তে কম্পিউটার মেমোরীতে সংসক্ষণ করে রাখার জন্য File Menu তে ক্লিক করে save অপশনে ক্লিক করলে Save As ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের File Name বক্সে আপনার পছন্দনীয় যে কোন নাম টাইপ করে Save বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত তথ্য উক্ত নামে কম্পিউটারে সংরক্ষিত হবে। Save করা কোন ফাইলে পুনরায় কিছু লিখে Save কমান্ড প্রয়োগ করলে পূর্বের নামেই কম্পিউটারে সেইভ হতে থাকবে। এক্ষেত্রে পর্দায় কোন ডায়ালগ বক্স আসবে না। 



Save As
How to Use Save As Command ?
মাইক্রোসফট ওয়ার্ডের তৈরীকৃত ও পূর্বে কম্পিউটার মেমোরীতে সংরক্ষণ করে রাখা । কোন ফাইল ভিন্ন কোন নামে পুনরায় Save করতে চাইলে File Menu তে ক্লিক করে Save As অপশনে ক্লিক করলে Save as ডায়ালগ বক্স আসবে । উক্ত ডায়ালগ বক্সের File Name বক্সে পুনরায় আপনার পছন্দনীয় ভিন্ন কোন নাম টাইপ করে Save বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত তথ্য উক্ত নামে কম্পিউটারে পুনরায় সংসক্ষিত হবে। 



Save As HTML
How to Create a HTML file ?
HTML শব্দের পূর্ণ রূপ হচ্ছে Highper Text Markup Language সাধারণত World Wide Web এ কোন ডকুমেন্টকে Publish করার উদ্দেশ্যে আলাদা করে Save করাকে সংক্ষেপে HTML বলে । মনে রাখবেন যে ফাইলকে HTML হিসাবে সেইভ করতে চান সে ফাইলটি অবশ্যই সাধারণভাবে Save করে নেবেন । অন্যথায় পরবর্তীতে HTML করা ফাইলের তথ্য সঠিকভাবে পাবেন না। File মেনুতে ক্লিক করে Save As HTML অপশনে ক্লিক করলে পর্দায় Save As HTML ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের File Name বক্সে আপনার পছন্দনীয় কোন নাম টাইপ করে Save বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত তথ্য উক্ত নামে কম্পিউটারে HTML ফাইল হিসাবে সংরক্ষিত হবে। 



Save As Password
How to Save As Password File ?
সাধারণ নিয়মে ফাইল সংরক্ষণ করলে তা যে কেউ খুলে যথেচ্ছা  ব্যবহার করতে পারে । এক্ষেত্রে Password (গোপন সংকেত ) দিয়ে ফাইল  সংরক্ষণ  করলে অন্য কেউ উক্ত ফাইল খুলতে পারবেনা । এমনকি আপনি যদি নিজেই উক্ত গোপন সংকেত ভুলে যান তবে আপনিও উক্ত Password দেয়া ফাইল আর ওপেন করতে পারবেন না। সবোচ্চ ১৫ বর্ণের গোপন সংকেত দিয়ে ফাইল সংরক্ষণ করতে চাইলে File মেনুতে ক্লিক করে Save As অপশনে  ক্লিক করলে  পর্দায় Save As ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Option বাটনে ক্লিক করলে পর্দায় Save ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Password to open: এর নীচের টেক্সট বক্সে গোপন সংকেত টাইপ করে (যেমন: Serazy ) Ok বাটনে ক্লিক কররে পর্দায় Confirm Password ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সে পূর্বের দেয়া গোপন সংকেত নামটি (যেমন: Serazy ) পুনরাুয় টাইপ করুন । Ok বাটনে ক্লিক করে Save As ডায়ালগ বক্সে ফিরে আসুন। এখন উক্ত ডায়ালগ বক্সের File Name বক্সে আপনার পছন্দনীয় কোন নাম টাইপ করে Save বাটনে ক্লিক করলে আপনার তৈরীকৃত তথ্য উক্ত নামে কম্পিউটারে Password সহকারে সংরক্ষিত হবে। 


Version
How to use Versions Command ?
Microsoft Word এ কাজ করার সময় টাইপ করা, গ্রুপ দেখা , ফাইনাল করা ইত্যাদি পর্বে বা ধাপে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করে রাখার প্রয়োজন হতে পারে । এক্ষেত্রে File মেনুতে ক্লিক করে Versions অপশনে ক্লিক করলে পর্দায় Versions in Ms Word ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Save Now বাটন ক্লিক করলে Save Version ডায়ালগ বক্স আসবে । উক্ত ডায়ালগ বক্সের  Comment in Versions এর নিচের বক্সে আপনার তৈরীকৃত ডকুমেন্ট সম্পর্কে প্রয়োজনীয় পর্বের বা ধাপের নাম টাইপ করে Ok বাটনে ক্লিক করলে আপনার  তৈরীকৃত ডকুমেন্ট চলমান সময়, তারিখ ও আপনার প্রদত্ত পর্বের বা ধাপের  নামসহ আলাদাভাবে কম্পিউটারে সংসক্ষিত হবে। 

Page Setup
How to set Page Setup?
MS Word এ প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরী করার পর তা কাগজে প্রিন্ট করার পূর্বে আপনি কি ধরনের কাগজে প্রিন্ট করার পূর্বে আপনি কি ধরনের কাগজে প্রিন্ট করবেন, কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত এবং কাগজের চারদিকে কতটুকু মার্জিন রাখবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত অবগত হওয়াকে Page Setup বলে।
File মেনুতে ক্লিক করে  Page Setup অপশনে ক্লিক করলে পর্দায় Page Setup ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Margin টেব এ ক্লিক করে পৃষ্ঠার মার্জিন সেট করার জন্য Top (উপরে ) কত ইঞ্চি মার্জিন রাখবেন তা নিধারণ করুন । একইভাবে পৃষ্ঠার Buttom (নীচে), Laft (বামে) , Right (ডানে) কত ইঞ্চি মার্জিন রাখতে চান তা টাইপ করনি অথবা ডান  পাশির স্পিনারে ক্লিক করে নিধারণ করুন । অতপর Paper Size টেব এ ক্লিক করে পৃষ্ঠার Hieght (দৈর্ঘ্য), Width (প্রস্থ), কত ইঞ্চি হবে তা নিধারণ করুন । এখন দৈর্ঘ্যাকৃতির প্রিন্ট করতে চাইলে Portrait সিলেক্ট করুন । আর প্রস্থাকৃতির প্রিন্ট করতে চাইলে Landscape সিলেক্ট করুন । সবশেষে Ok বাটনে ক্লিক করলে আপনার নির্বাচন অনুসারে প্রিন্ট উপযোগী কাগজ কম্পিউটারে সেট হবে। 



Print Preview
How to See Print Preview ?
ডকুমেন্ট তৈরী করে Page Setup করার পর প্রিন্ট করার পূর্বে Page Setup এর ধরণ ধারণ কি রকম হল তা Screen এ দেখে নেয়াকে Print Preview বলে । File মেনুতে ক্লিক করে Print Preview অপশনে ক্লিক করলে Print Preview দেখা যাবে। কী-বোর্ড থেকে Esc কী অথবা Screen এ প্রদর্শিত টুলবারের Close বাটনে ক্লিক করলে Print Preview  থেকে Normal ডকুমেন্টে ফিরে আসা যাবে। 



Print
How to Print Your Document ?
Word এ তৈরীকৃত কোন ডকুমেন্ট কাগজে প্রিন্ট (ছাপাতে ) করতে চাইলে Fileমেনুতে ক্লিক করে Print অপশনে ক্লিক করলে পর্দায় Print ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Page Range থেকে All রেডিও  বাটন সিলেক্ট করলে আপনার তৈরীকৃত ডকুমেন্টে যতগুলো পৃষ্ঠা আছে তা প্রথম পৃষ্ঠায় কার্সার আছে একটার পর একটা প্রিন্ট করতে থাকবে। Current Page  সিলেক্ট করলে যে পৃষ্ঠায় কার্সার আছে শুধুমাত্র সেই পৃষ্ঠাটি প্রিন্ট করবে। Pages: সিলেক্ট করে যে সমস্ত পৃষ্ঠাগুলো প্রিন্ট করবেন সেই পৃষ্ঠার নম্বরগুলো কমা দিয়ে লিখুন। যেমন: ৩,৭,১১ অথবা মধ্যবতী কিছু পৃষ্ঠার রেইঞ্জ লিখুন যেমন: ৭-১১ । সবশেষে Ok বাটনে ক্লিক করলে আপনার নির্বাচন অনুসারে প্রিন্ট হতে থাকবে। 



How to Write Summary in your Document ?
Ms . Word এ তৈরীকৃত কোন ডকুমেন্টের Summary বা সারাংশ লিখতে চাইলে File মেনুতে ক্লিক করে Properties অপশনে ক্লিক করলে পর্দায় Properties ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সে Summary টেব খোলা না থাকলে Summary টেব এ ক্লিক করে …. 

Title: বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটির একটি সুন্দর ও মনোজ্ঞ শিরোনাম দিন।
Subject: বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটি যে বিষয়ে টাইপ করেছেন সে বিষয়ের নাম টাইপ  করুর।
Author: বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটিতে লেখক হিসাবে আপনার নাম টাইপ করুন ।
Manager : বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটি যে কোম্পানীর জন্য তৈরী করেছেন সে কোম্পানীর ম্যানেজারের নাম লিখুন।
Company : বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটি যে কোম্পানীর জন্য তৈরী করেছেন সে কোম্পানীর নাম টাইপ করুন ।
Category : বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটির ধরণ সম্পর্কে কিছু লিখুন।
Key Words : বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটিতে মোট কতটি বর্ণ , কতটি শব্দ, কতটি লাইন আছে তা দেখার জন্য Statistic টেব এ ক্লিক করে দেখে নিন।
Comments: বক্সে আপনার তৈরীকৃত পর্দায় দৃশ্যমান ফাইলটি কেন তৈরী করেছেন? কি কাজে ব্যবহার করবেন ? কার নির্দেশে তৈরী করেছেন ? ফাইলটিতে কি কি তথ্য আছে ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত মন্তব্য লিখুন।
সবশেষে ok বাটনে ক্লিক করে ফাইলটি Save করা না থাকলে Save করে নিন ।
আর Save করা থাকলেও পুনরায়া ফাইল মেনুতে ক্লিক করে Save অপশনে ক্লিক করে আগের নামে save করতে হবে। অন্যথায় Summary হিসাবে যা লিখেছেন তা পরবর্তীতে পাবেন না । 

Exit
How to exit from Microsoft word ?
Ms. Word ডকুমেন্টে প্রয়োজনীয় কাজ সমাপ্ত করার পর। Ms. Word থেকে বের হতে চাইলে File এ ক্লিক করে Exit এ ক্লিক করলে ফাইলটি সবশেষ লেখালখির পর Save করা থাকলে Ms. Word থেকে বের হয়ে উইন্ডোজ ডেক্সটপ পর্দায় ফিরে আসবে। আর Save করা না থাকলে Save করার জন্য একটি মেসেজ আসবে Yes বাটনে ক্লিক করলে Save ডায়ালগ বক্স আসবে, তখন ফাইলটি Save করে নিতে হবে। আর No বাটনে ক্লিক করলে ফাইলটি Save না করে Ms. Word থেকে বের হয়ে যাবে । আর Cancel এ ক্লিক করলে Screen থেকে ডায়ালগ বক্সটি সরে যাবে।

Sunday, May 21, 2017

microsoft word এর বিভিন্ন bar সম্পর্কে জেনে নিন ।



  

Title Bar : যে কোন প্যাকেজ প্রোগ্রাম Open করলেই  Editing Screen এর উপরের প্রান্তে নীল রঙের  একটি বার দেখা যায়। তাকে  Title Bar বলে । Title Bar এ নিম্নের বাটনগুলো থাকে।




Control Menu Box: যে কোন প্যাকেজ প্রোগ্রাম এ Title Bar এর বাম পাশে অবস্থিত চলমান প্যাকেজের লগো সম্বলিত একটি চিহ্ন দেখা যায় তাকে Control Menu Box বলে । এই বক্সের মাধ্যমে Screen স্থানান্তর করা, Sereen টিকে বড় / ছোট করা যায়। 

Maximize Button : এটি Title Bar এর ডান পার্শ্বে অবস্থিত । Minimize Button এ ক্লিক করে চলমান ডকুমেন্টকে সচল রেখে ডকুমেন্টকে একটি ICON এর আকৃতিতে রুপান্তকিক এবং পুনরায় ICON এ ক্লিক করলে পূর্ণ পর্দায় প্রদশিত করানো যায়। 

Maximize / Restore Buatton : এটি Title Bar এর ডান পাশ্বে অবস্থিত । Maximize / Restore Button এ ক্লিক করে চলমান উইন্ডোকে বড়ছোট আকারে পর্দায় প্রদর্শিত করানো যায়।

Close Button : এটি Title Bar এর ডান পার্শ্বে অবস্থিত। Close Button এর সাহায্যে চলমান Application Program থেকে অত্যন্ত দ্রুত Exit (বের ) হওয়া যায়।

Menu Bar : Title Bar এর নিচে File , Edit , View, Insert , Format , Tools , Table, Window, Help এই নয়টি শব্দ সম্বলিত যে একটি বার দেখা যায় তাকে Menu Bar বলে । Menu Bar টি ডকুমেন্ট সাজানোর জন্যে ব্যবহৃত কমান্ড সমূহ বহন করে । Menu Bar এর উপর মাউস পয়েন্টার  নিয়ে ক্লিক করে অথবা Alt Key চেপে ধরে মেনুবারের যে কোন মেনুর আন্ডারলাইন যুক্ত বর্ণ প্রেস করলে সেই মেনুটি সচল হবে। এ্যারো কী এর মাধ্যমে কার্সার স্থানান্তর করে প্রয়োজনীয় কমান্ড হাইলাইট করে Enter প্রেস করলে সেই কমান্ডের কার্যকারিতা পরিলক্ষিত হব।



Tool Bar : Microsoft Word এ কাজ করার সময় সাধারণত Standard, Formatting and Drawing  এই তিনটি টুলবার পর্দায় দৃশ্যমান থাকে । এই টুলবারে বিভিন্ন আইকন থাকে। এই আইকনের সাহায্যে বিভিন্ন মেনু কমান্ড অত্যন্ত দ্রুত প্রয়োগ  করা যায়। বিভিন্ন চিত্রাংকন , ফন্ট, ফন্ট সাইজ , ঝুম বড় –ছোট করা, লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইনযুক্ত করা, এলাইনমেন্ট ঠিক করা ইত্যাদি কাজ অতি সহজে সম্পন্ন করা যায়। 


Ruler: ডকুমেন্ট পরিমাপের জন্য Ruler এর প্রয়োজন অপরিহার্য । Ruler এর পরিমাপ সাধারণত ইঞ্চি বা সেন্টিমিটারের এককে হয়ে থাকে।

Insertion Point : Microsoft Word এর  Editing Screen এর বাম পাশে I Beam এর মত একটি চিহৃ টিক টিক কর নড়তে দেখা যায় তাকে Insertion Pointer বলে। Insertin Pointer যেখানে থাকবে কোন কিছু টাইপ করতে সেখানেই লেখা শুরু হবে।

Mouse Pointer : মাউস হাতে নড়াচড়া করলে পর্দায় যে I Beam (আই বীম ) বা Arrow (এ্যারো) চিহৃ নড়াচড়া করতে দেখা যায় তাকে Mouse Pointer বলে । Mouse Pointer কম্পিউটারে কাজ করার ধরণ অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে ।

Scroll Bar : ডকুমেন্টে কাজ করার সময় পূর্ণ ডকুমেন্ট এক সাথে দেখা যায় না।  scroll Bar এর সাহায্যে ডকুমেন্টকে সহজে উঠানামা করানো যায়। Scroll Bar দুই ধরণের । ১। Vertical Scroll Bar  

২। Horizontal I Scroll Bar .

Vertical scroll Bar : Editing Screen এর ডান পাশে একটি বার দেখা যায় তাকে Vertical Scroll Bar বলে। এই বারের সাহায্যে বড় কোন ডকুমেন্টকে উপরে নিচে নড়াচড়া করে দেখা যায়।

Horizontal Scroll Bar : Editing Screen এর নিচে একটি বার দেখা যায় তাকে Horizontal Scroll Bar বলে । এই বারের সাহায্যে বড় কোন ডকুমেন্টকে ডানে বামে নড়াচড়া করে  দেখা যায়।

Status Bar : Drawing Tool Bar এর নিচে একটি বার দেখা যায় তাকে status Bar বলে । এই Status Bar এর সাহায্যে কার্সার বা Insertion Pointer ডকুমেন্টের কোন জায়গায় অবস্থান করছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ ডকুমেন্টের কোন পৃষ্ঠার কত নম্বর লাইনে কার্সার  আছে তা জানা যায়।

Microsoft word এর Edit Menu সম্পর্কে জেনে নিন।

Edit Menu মাইক্রোসফট ওয়ার্ড এর দ্বিতীয় মেনু হচ্ছে Edit । এই মেনুর মাধ্যমে ডকুমেন্টকে সম্পাদনা করে ডকুমেন্টের ভুলভ্রান্তি শুদ্ধ করে...